গানটা উড়িয়ে দিলে তুমি
কেন জানি না
এমন করে তো তুমি রাগ করো না
বরফের নদীতে একা শুয়ে থাকো
বরফ গলা জলে ছায়া পড়ে দুজনার
কোকিলটা আবার ফিরে এসেছে
সেদিন প্রথম তার ডাক শুনতে পেলাম
বিনিদ্র রাত তখন ভোরের দিকে এগিয়েছে। ব্যাকুল অন্তর আরও ব্যাকুল করে কোকিলটা ডেকেই চলে।
সেবার বড্ড জ্বালাতন করেছে। মাঝরাত থেকে শুরু হত তার ডাকাডাকি। কাকে ডাকত কে জানে। যাকে ডাকত সে কী শুনতে পেত? জানি না!
একা একা আমি