শিরোনাম : কোথায় যাবি [Kothay Jabi]
শিল্পী : জুয়েল, কনা [ZooEL ft Kona]
Download link : Kothay Jabi (Full Song) ZooEL ft Kona
বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছাড়া কেমনে রবি ।।
তোর পরানে আমার এ মন
বান্ধিয়াছি সারা জীবন,
তোরে ছাড়া বাচিনা ।।
বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছাড়া কেমনে রবি
এক জীবনে একটু ভুল হতেই পারে,
তাই বলে কি আপন মানুষ রাখবি দূরে ।।
যাস নারে এভাবে চলে,
আমি যাচ্ছি এ পথ ভুলে,
বহু দূরে কেউ তো জানবে না ।।
শিল্পী : জুয়েল, কনা [ZooEL ft Kona]
Download link : Kothay Jabi (Full Song) ZooEL ft Kona
বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছাড়া কেমনে রবি ।।
তোর পরানে আমার এ মন
বান্ধিয়াছি সারা জীবন,
তোরে ছাড়া বাচিনা ।।
বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছাড়া কেমনে রবি
এক জীবনে একটু ভুল হতেই পারে,
তাই বলে কি আপন মানুষ রাখবি দূরে ।।
যাস নারে এভাবে চলে,
আমি যাচ্ছি এ পথ ভুলে,
বহু দূরে কেউ তো জানবে না ।।