Related Posts Plugin for WordPress, Blogger...

CRUNCHY SHRIMP - কুড়মুড়ে চিংড়ি

CRUNCHY SHRIMP - কুড়মুড়েচিংড়ি:




উপকরণ:

চিংড়িমাছ ২০ টা ( লেজবাদে খোসা ছাড়ানো )
রোল এর জন্য পাতলাচাপটি ২০ টা
পেঁয়াজকলি কুচি গুচ্ছ
লালমরিচকুচি / টা
আদার রস ইঞ্চিসমান আদা
লবন স্বাদমত
চিনি স্বাদমত
লেবুররস / চাচামচ
তিলেরতেল /8 চা চামচ
তিল / চাচামচ
কর্ন ফ্লাওয়ার / চাচামচ
সাদা গোলমরিচ / চাচামচ
ডিমেরসাদা অংশ টা( ফেটানো )

প্রণালী:

চিংড়িমাছ গুলো ভালো করেধুয়ে শুকিয়ে নিয়ে বাকিসব উপকরণের সাথে মেশান এবং২০ মিনিটের জন্য এভাবে রাখুন|
রোল এর জন্য পাতলাচাপটি দিয়ে প্রতেকটি চিংড়িমুড়ে দিন |
কড়াইতেতেল দিন এবং ডুবোতেলে ভাজুন হালকা বাদামীবর্ণ হওয়া পর্যন্ত |

গরম গরম পরিবেশন করুন|

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks