হৃদয় আমার আশাই বসে, তোমার অপেক্ষাই।
কবে আসবে......।।
কবে হাসবে......।।
কবে রাখবে হাতে হাত...।।
কবে সপ্ন...।
হবে পূর্ণ......।
মিষ্টি হবে রাত...।।
কবে ডাকবে নাড়িয়ে হাত......
উড়িয়ে হাওয়াই চুল ......।।
আমি দেখবো চেয়ে...।
অবাক হয়ে ...।
পরি ভেবে বারবার......।
করবো শুধু ভুল......।।