Related Posts Plugin for WordPress, Blogger...

চলে গেছো অনেক দুরে

সে চলে গেছে অনেক দুরে? আজও বুঝতে পারলাম না আমার ভালোবাসায় কোথায় কমতি ছিল। তাকে আমি চলে যেতে দেখছি, সে চলে যাচ্ছে আমাকে ছেড়ে? কিন্তু আমি যে তাকে থামাতে পারবো না, সেতো কোন দিন আমারি ছিল না। হয়তো আমিই তাকে জোর করেধরে রাখার চেষ্টা করেছিলাম। অন্ধকার রাতে যখন একলা বসে থাকি? তাকে খুব বেশী মনে পড়ে। আমি তো তার কাছে কিছুই চাইনি, তার জন্য নিজের সব কিছু বিলিয়ে দিলাম,সব কিছু বিলিযে দেওয়ার প্রতিদান সে আমাকে দিল! হয়তো আমারি কোথায় ভুল বা কমতি ছিল, আমি কেমন করে ভালোবাসলাম যে তাকে ধরে রাখতে পারলাম না। সে সুখী হলেও তো আমি সুখী হবো এটাই তো সব সময় ভেবেছি। সে আজ সুখী হতে চেষ্টা করছে ,কিন্তু আমার কেন এত কষ্ট হচ্ছে কেউ কি বলতে পারবে? আমি কিস্বার্থপর তাহলে। হয়তো আমি নিজের অজান্তে এই স্বার্থপর পৃথিবীর মানুষগুলো কাতারে দাড়িয়ে গেছি। সুখে থাক সখী হও? see more


ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks