যৌনতাকতক্ষণ স্থায়ী হওয়া উচিত, এ বিষয়টি নিয়ে বহুমানুষেরই প্রশ্ন রয়েছে।তবে এ বিষয়ে অনেকেরইভুল ধারণা রয়েছে।যৌনতার সঠিক কত সময়ব্যাপীহতে পারে, এ বিষয়েবিশেষজ্ঞরা কী বলেন? একপ্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিপেনডেন্ট। অনেকেইদ্রুত বীর্যস্খলনের সমস্যায় ভুগছেন বলে চিকিৎসকেরকাছে আসেন। যদিওবিশেষজ্ঞরা বলছেন, যৌনতার নির্দিষ্টকোনো সময় নেই।তবে যৌনতার গড় সময়হিসাব করতে গেলে অনেকেরমাঝেই বিভ্রান্তি তৈরি হতে পারে। কারণযৌনতার প্রস্তুতির বিষয়টি এর সঙ্গেজড়িত। যৌনতাশুধু একে অপরের যৌনকর্মনয়। এতেআগে ও পরে আরওকিছু কর্মকাণ্ড হওয়া উচিত।নিজেদের মাঝে পারস্পরিক বোঝাপড়ায়কাছে আসা ও ফোরপ্লেরএসব কর্মকাণ্ড যৌনতার অংশ বলেইধরা যায়। ৫০০দম্পতির ওপর জরিপে দেখাগেছে তাদের যৌনতার বিভিন্নব্যাপ্তি রয়েছে। এসময়ের মধ্যে রয়েছে ৩৩সেকেন্ড থেকে শুরু করে৪৪ মিনিট পর্যন্ত।শুধু যৌনতার সময়টি হিসাবকরলে এটি হবে ৫দশমিক ৪ মিনিট।যারা বিশেষজ্ঞের কাছে আসেন দ্রুতবীর্যপাত সমস্যায় তাদের জন্য বিষয়টিকিছুটা বিভ্রান্তিকর। কারণতাদের পুরোপুরি যৌন সন্তুষ্টির আগেইবীর্যপাত হয়ে যেতে পারে। এক্ষেত্রেজেনে রাখা উচিত যে, যৌনতা শুধু একটি কাজনয়। এক্ষেত্রেবেশ কিছু সময় ধরেঘনিষ্ঠ হয়ে থাকা প্রয়োজনীয়। একাজগুলো যৌনতারই অংশ। সরাসরিযৌনতার আগে পর্যাপ্ত যৌনউত্তেজনা সৃষ্টির মাধ্যমে সে পরিস্থিতি তৈরিকরা উচিত। এছাড়াযৌনতার সময়টি দীর্ঘ করতেচাইলে পুরুষের ক্ষেত্রে সমাধান হলো অনুশীলন। কিছুটাঅনুশীলন করলেই তা দীর্ঘায়িতকরা সম্ভব। এতেসমস্যার সমাধান না হলেচিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। এক্ষেত্রেনারীরও সমস্যা হয়।কারণ নারীর যৌনতা অনেকাংশেইসঙ্গীর ওপর নির্ভরশীল।নারীর জন্য সরাসরি যৌনতাশুরু করা বিব্রতকর।তার আগে কিছু সময়ফোরপ্লের মাধ্যমে পর্যাপ্ত উত্তেজনা আনা প্রয়োজন।এতে নারীর যৌন সন্তুষ্টিসহজ হয়। এক্ষেত্রেআপনার যদি যৌন সন্তুষ্টিনা হয় তাহলে যৌনপরিবেশের দিকে লক্ষ্য রাখতেহবে এবং যথেষ্ট ফোরপ্লেকরতে হবে। বিশেষজ্ঞরাবলছেন, যৌনতার সময় বড়বিষয় নয়। কারণগড়ে তা সাড়ে পাঁচমিনিটেরও কম স্থায়ী হয়। সবচেয়েগুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারযৌন সন্তুষ্টি হচ্ছে কি না, সেটি দেখা।