Related Posts Plugin for WordPress, Blogger...

BANGLA KOBITA : Keou Dekechilo Amay (কেউ ডেকেছিল আমায়) - Shirshendu Mondal


কেউ ডেকেছিল আমায়,
সে এক অদ্ভুদ চোখে হেসে,
কেউ ভেবেছিল, খালি আমায়
ও খালি রংচটার ঘোরে মেশে।

কেউ বলেছিল,আমি ভালোবাসি,
তাই তোমায় মানাতে "না",
কেউ হেঁটেছিল দুপা সাহস করে,
আর বুঝেছিল আমার অদ্ভুদ যত বিশ্রী বায়না।

কেউ দেখেছিল,যেথা নতুন আমায়,
ওর মনের আড়াল ঘেষে,
আর সাদায় মোড়া ফ্যান এর আধাঁরে
ভেজা শিশিরের সাথে মেশে।

কেউ কেঁদেছিল একলা ঘরেতে বসে,
তোমায় না বোঝা ভিড় ট্রামে,
কেউ বলেছিল, কিছু কথা ছিল,
যারা আজও এ দরিয়ায় জোয়ার আনে।

-----
Shirshendu Mondal
Sonarpur
South 24 Parganas
----------------------

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks