হামানদিস্তায় রশুন থেতো করতে গিয়ে হামানদিস্তার ঠুক ঠাক আওয়াজের মাঝে কানে আসে আব্বার গলা, বলছেন, আম্মা'র হামানদিস্তাটা কই আছে কে জানে, থাকলে ওটা দিয়ে পান ছেঁচে খেতে পারতাম। মাঝে মাঝে বড় ইচ্ছা করে!
-পান আপনি হামানদিস্তাতেই কেন ছেঁচে খাবেন? ইচ্ছা করলে এমনিই তো খেতে পারেন! দাদুর তো চাপার দাঁত ছিল না তাই ছেঁচে খেত, আপনি কেন ছেঁচতে যাবেন?
-নাহ.. এমনি খেতে ইচ্ছা করে না। আম্মা যেরকম হামানদিস্তায় ছেঁচে