Related Posts Plugin for WordPress, Blogger...

সামনে দিন। নেই লড়াই। ~ অনামিকা

উড়বি না আর। এবার আগাম লাগাম পড়ুক পক্ষীরাজ।
পারফিউমের সন্ধান নিক অরণ্যময় গন্ধরাজ।
খুব ক্ষমতার মিথ্যে নোটিস পৌঁছোলে কেউ তোর হাতে,
কাঁপতে কাঁপতে মার্জনা চাস, এবার থেকে জোড় হাতে।
দরকার নেই আন্দোলনের, দরকার নেই টেনশনের।
সামনেই দিন শস্যশ্যামল গ্র্যাচিউটি আর পেনশনের।

এই সময়ে পাগল না কি? দুষ্ট ক্ষতয় চুলকালি!
কি করবি তুই, সার্ভিস বুক মাখবে যখন ঝুলকালি?
আইন খুঁজেছিস? আইন কখনও ক্রীতদাসদের পক্ষে যায়?
ডাকছে মালিক ... শিরদাঁড়া খোল ... আয় কেঁচো আয় ... বক্ষে আয়!
যেমন ভাবে জীবন কাটায় আর পাঁচজন ভদ্রলোক
তেমন ধারায় দিনযাপনের এইবারে তোর ইচ্ছে হোক!

বাধ্য হয়েই ঢালছে মালিক সাধ্যমতন অসন্তোষ।
তাও কি মাথা রাখবি উঁচুই। কার ভরসায়? কী আপশোষ!
 

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks