আজকে নতুন বছর এসেছে,আজই,
আমরা নতুন স্বপ্ন দেখতে রাজি।
গত বছরের স্বপ্নরা গেছে ভেসে,
বাঁচার গল্পে মিশে গেছে সন্দেহ ।
উস্কানি দেওয়া খুনিদের নির্দেশে,
চেনা মুখগুলি হয়ে গেল মৃতদেহ।
মিছে অক্ষরে,শব্দ সাজালো কবি।
গুজব লেখাল মালিকের দেওয়া পেন !
গিটার শোভিত সৌখিন বিপ্লবী,
ধর্মতলায় বিদ্রোহ শেখালেন।
লাশ খুঁজছিল,উৎসুক মৃতভোজী,
ঝলসালো তাই,বোমা গুলি বন্দুক।
আমি আর ভাই,চিতার আগুনে রোজই,
সনাক্ত করি,নিজেদের মরা মুখ।
আগুন খেলছে,নৈরাজ্যের খেলা।
স্কুলে কলেজেও,চেনা কৌশলি ছক!
দেরি হয়ে যাবে,না রুখলে এই বেলা।
এক্ষুনি তাই,প্রতিরোধ শুরু হোক!
আজকে নতুন বছর এসেছে,আজই,
আমরা আবারও স্বপ্ন দেখতে রাজি !
আমরা নতুন স্বপ্ন দেখতে রাজি।
গত বছরের স্বপ্নরা গেছে ভেসে,
বাঁচার গল্পে মিশে গেছে সন্দেহ ।
উস্কানি দেওয়া খুনিদের নির্দেশে,
চেনা মুখগুলি হয়ে গেল মৃতদেহ।
মিছে অক্ষরে,শব্দ সাজালো কবি।
গুজব লেখাল মালিকের দেওয়া পেন !
গিটার শোভিত সৌখিন বিপ্লবী,
ধর্মতলায় বিদ্রোহ শেখালেন।
লাশ খুঁজছিল,উৎসুক মৃতভোজী,
ঝলসালো তাই,বোমা গুলি বন্দুক।
আমি আর ভাই,চিতার আগুনে রোজই,
সনাক্ত করি,নিজেদের মরা মুখ।
আগুন খেলছে,নৈরাজ্যের খেলা।
স্কুলে কলেজেও,চেনা কৌশলি ছক!
দেরি হয়ে যাবে,না রুখলে এই বেলা।
এক্ষুনি তাই,প্রতিরোধ শুরু হোক!
আজকে নতুন বছর এসেছে,আজই,
আমরা আবারও স্বপ্ন দেখতে রাজি !