এখনো পাঁজরের বাম দিকে দাগ আছে,
ছোট্ট ক্ষতের চার পাশে সে' সময়ের স্মৃতি-
মুক্তির দশকের কয়েকটা কাটা কাটা ছবি,
'হ্যান্ডস-আপ' - ১৪৪ এর উদ্ধত অভিব্যক্তি।
শরীরের কোন এক ইঞ্চি তে
শানিত রিভলভারের নল - শক্তির উৎস,
কোষে কোষে রক্তপ্রবাহে মিশে যেতে থাকা-
আত্মরক্ষার হাতিয়ার - 'তিন' অক্ষরে বিশ্বজয়।
মাঝে মাঝে জীপের হুটারে ভেঙ্গে যাওয়া নৈঃশব্দ,
ত্রৈমাসিক বুলেটিনের নিষিদ্ধ ইস্তেহারে আরোহী - 'বিপ্লব';
সমাজচেতনার গভীর চোরাকুঠুরীতে বসবাস - মধ্যবিত্ত বিপ্লবীর,
সে সময়ে চায়ের দোকান - কফি হাউসের কবিচক্র...
আর এখন... "অরকুট"!
ছোট্ট ক্ষতের চার পাশে সে' সময়ের স্মৃতি-
মুক্তির দশকের কয়েকটা কাটা কাটা ছবি,
'হ্যান্ডস-আপ' - ১৪৪ এর উদ্ধত অভিব্যক্তি।
শরীরের কোন এক ইঞ্চি তে
শানিত রিভলভারের নল - শক্তির উৎস,
কোষে কোষে রক্তপ্রবাহে মিশে যেতে থাকা-
আত্মরক্ষার হাতিয়ার - 'তিন' অক্ষরে বিশ্বজয়।
মাঝে মাঝে জীপের হুটারে ভেঙ্গে যাওয়া নৈঃশব্দ,
ত্রৈমাসিক বুলেটিনের নিষিদ্ধ ইস্তেহারে আরোহী - 'বিপ্লব';
সমাজচেতনার গভীর চোরাকুঠুরীতে বসবাস - মধ্যবিত্ত বিপ্লবীর,
সে সময়ে চায়ের দোকান - কফি হাউসের কবিচক্র...
আর এখন... "অরকুট"!