আমার তিনি দেশে ফিরেছেন আঠাশ তারিখে। আমি ও শ্বশুর মশাই দুজনেই চিন্তিত ছিলাম, সে তার জিনিসপত্র ঠিকঠাক নিয়ে ফিরবে কিনা। বিশেষ চিন্তা ছিল কাগজপত্র নিয়ে। বারে বারে ফোনে সেটাই বলে দিচ্ছিলাম, কাগজপত্র ঠিকঠাক গুছিয়ে নিও! প্যাকিং হয়েছে কী! শুনলাম প্যাকিং হয়েছে, জামা কাপড় সব ঢিল মেরে মেরে স্যুটকেসের ভেতরে ফেলে দেওয়া হয়েছে, স্যুটকেসে বন্ধ করতে গিয়ে ঝামেলা। কিছুতেই বন্ধ হয় না! তো, সেটারও সমাধান হয়েছে।