আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
আজ দু'দিন সারাদিন এই গানটা শুনছিলাম...আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি দেখা যায় তোমাদের বাড়িতার তিন দেওয়াল যেন স্বপ্ন বেলোয়ারী তার কাঁচ দেওয়াল যেন স্বপ্ন বেলোয়ারী আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি দেখা যায় তোমাদের বাড়ি চিলেকোঠায় বসা বাদামী বেড়াল বোনে শূণ্যে মায়াজাল ছাইরঙা প্যাঁচা সে চোখ টিপে বসে আছে কত না বছরকাল কালো দরজা খুলে বাইরে তুমি এলে বাগানের গাছে হাসি ছড়াবে বনফুলে এই বাড়ির নেই ঠিকানা