আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপেনীলজল দিগন্ত ছুঁয়ে এসেছো,আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর-ধরেবহুদূর বহুদূর হেঁটে এসেছোআমি কখনও যাইনি জলে,কখনো ভাসিনি নীলেকখনো রাখিনি চোখ ডানামেলা গাঙচিলেএই গানের মাঝে নিভে যায় বাতি থেমে যায় মাইক। অন্ধকার হলঘর থেকে মৃদু গুঞ্জন ওঠে। ভেসে আসে শিশুর কান্না। মৃদু গুঞ্জনেই গমগম করে খচাখচ ভর্তি ইউনিভার্সিটি ইন্সটিউট হল। আর সেই মৃদু কিন্তু গমগমে গুঞ্জন ছাপিয়ে ভেসে