জনলার বাইরে বৃষ্টি পড়েআকাশ টুথপেষ্টের আলোর মত মোলায়েমতারে ঝোলা পাজামাভিজতে ভিজতে ঢুকে যায় আকাশেঘাসের মধ্যে চুপটি দাঁড়িয়ে থাকা সবুজ বালতিজমছে জল, পানি, ভালবাসা।ঘরের মধ্যে বৃষ্টি পড়ছেজানালার ভাঙ্গা কাঁচের ভিতর দিয়েমেঝে জুড়ে ছড়িয়ে থাকা কাঠের গুড়োথতমত, দাঁড়িয়ে পড়ছেআর মিশে যাচ্ছে গানের ভিতর দিয়েমেঝেময় ছড়িয়ে থাকা রঙিন পাথরে।আকাশ জুড়ে বৃষ্টি পড়ছেসন্ধিহান সবুজেরা দেদার ভিজছে বটেক্লান্তির কোন ছাপ নেই,