আমি অন্ধকারের রঙ শুষে নিয়ে
সূর্য্য কে কাছে ডাকি....
আমি স্তব্ধ শিথিল সমুদ্র গভীরে
জীবাশ্ম খুঁজে থাকি.
আমি লিখেছি অনেক ফুটপাথ
আমি শুনেছি মৃত্যুভিক্ষা....
আমি ধ্বংসের পরে সৃষ্টি করবো
অর্থ আমার শিক্ষা.
কুরুর মাঠে কর্ন দাঁড়িয়ে
বীর অর্জুন রথে....
সব হাহাকার পিছনে সরিয়ে
হাত ধরে নামি পথে.
আমি ঢালতে দেখেছি কেরোসিন
বুকফাটা শুধু ক্রন্দন....
আন্দোলনের ঢেউ বয়ে চলে
মঞ্চ মিছিল নন্দন.
কন্ঠ আমার উর্ধে উঠেছে
দৃঢ়তায় বাঁধা মন....
আমি তবুও করিনি চুরমার
শুধু সৃষ্টি সুখের পণ.
অবাক পৃথিবী অজানা অনেক
জুড়ে চলি ছেঁড়া পাল....
হৃদয় থাকে বামদিকে
আর, রক্তের রঙ লাল.
সূর্য্য কে কাছে ডাকি....
আমি স্তব্ধ শিথিল সমুদ্র গভীরে
জীবাশ্ম খুঁজে থাকি.
আমি লিখেছি অনেক ফুটপাথ
আমি শুনেছি মৃত্যুভিক্ষা....
আমি ধ্বংসের পরে সৃষ্টি করবো
অর্থ আমার শিক্ষা.
কুরুর মাঠে কর্ন দাঁড়িয়ে
বীর অর্জুন রথে....
সব হাহাকার পিছনে সরিয়ে
হাত ধরে নামি পথে.
আমি ঢালতে দেখেছি কেরোসিন
বুকফাটা শুধু ক্রন্দন....
আন্দোলনের ঢেউ বয়ে চলে
মঞ্চ মিছিল নন্দন.
কন্ঠ আমার উর্ধে উঠেছে
দৃঢ়তায় বাঁধা মন....
আমি তবুও করিনি চুরমার
শুধু সৃষ্টি সুখের পণ.
অবাক পৃথিবী অজানা অনেক
জুড়ে চলি ছেঁড়া পাল....
হৃদয় থাকে বামদিকে
আর, রক্তের রঙ লাল.