লিখব ভাবলেও লেখা হয় না- কলকাতা বইমেলা
কিছু কিছু জিনিস আছে যা অনেক বলেও যখন কাউকে বোঝানো যায় না তখন নিজেই নিজেকে বোঝাতে হয়, কেউ বুঝবে না বলে। তখন নিজেকে সরিয়ে নিতে হয়, হেথায়, হোথায়। ভেতরকার দায়িত্ববোধ, ভালবাসা যখন কিছুতেই স্বস্তি দেয় না তখন আবার আপোস। ফিরে চল মন মিছে হাসি, মন না চাওয়া সব কথার জগতে।বইমেলা নিয়ে রোজ লিখব বলে ভেবেও লেখা যাচ্ছে না। ব্যস্ত আছি বলাটা খুব একটা সত্যি নয়। অনেকে সারাদিন কাজ করেন, বাড়ি-অফিস-ছেলে-মেয়ে আর আরও সব