চল মাগি তোকে ভাসান দেখিয়ে আনি;
জলে পড়তেই মুহুর্তে দেব-দেবী
রং-ঠং ধুয়ে কাদা-,
ভেসে চলে যায় হাজারো দৈববাণী-
চল মাগি তোকে শ্মশান দেখিয়ে আনি।
আকাশ কাঁপিয়ে বইছে তুফান- ঝড়-
কালো মেঘ চিড়ে বিদ্যুৎ নামে জোরে-
তপ্ত বুলেটে মরছে লখীন্দর,
বাঁচাও বেহুলা-, দেবতার সাথে লড়ে।
চল মাগি তোকে শ্মশান দেখিয়ে আনি;
লাশকাটা ঘরে ভগবান ভয়ে কেঁপে
মুহুর্তে হয় সাদা-
মানুষ তবুও ঘুরে দাঁড়াবেই জানি-
চল মাগি তোকে ভারত ঘুরিয়ে আনি।।
জলে পড়তেই মুহুর্তে দেব-দেবী
রং-ঠং ধুয়ে কাদা-,
ভেসে চলে যায় হাজারো দৈববাণী-
চল মাগি তোকে শ্মশান দেখিয়ে আনি।
আকাশ কাঁপিয়ে বইছে তুফান- ঝড়-
কালো মেঘ চিড়ে বিদ্যুৎ নামে জোরে-
তপ্ত বুলেটে মরছে লখীন্দর,
বাঁচাও বেহুলা-, দেবতার সাথে লড়ে।
চল মাগি তোকে শ্মশান দেখিয়ে আনি;
লাশকাটা ঘরে ভগবান ভয়ে কেঁপে
মুহুর্তে হয় সাদা-
মানুষ তবুও ঘুরে দাঁড়াবেই জানি-
চল মাগি তোকে ভারত ঘুরিয়ে আনি।।