এমনি এমনি
আজ সকাল থেকেই ভীষণ আলস্য।
কিছুই ভাল লাগছে না।
একটা লেখা পড়ে আছে আধ খামচা হয়ে। শেষ করতেও ইচ্ছে করছে না। থাক না পড়ে... কী হবে...
ঝুমুরের গল্পটারও একই অবস্থা, দুটো প্যারাগ্রাফের পরে আর এগুলোই না! ইচ্ছে করে না...
ইচ্ছে করে না...
এই দু-তিন দিন বেশ স্ফুর্তিতে ঘুরে বেড়ালাম। ছুটে ছুটে করলাম জমে ডাই হয়ে থাকা কাজ- কম্মো সব। আজকে হঠাৎই আবার পেয়ে বসল এই আলস্য। ভাল না লাগা।
মাঝরাতে ক্রীং ক্রীং...