যতই ওরা ফন্দী আঁটুক,
তৈরী হচ্ছি আমরা .
আকাশ ওরা কালোয় ঢাকুক ,
ক্ষুধায় সেঁকেছি চামড়া।
সুমন , মমতা , শাঁওলি , ব্রাত্য ...
চিনেছি ওদের এইবার .
খুইয়ে মুখোশ 'সুশীল' পার্থ ,
পালাবার পথ নেই আর.
কাঁধে কাঁধ রেখে শিখেছে চলতে
লাঙল , হাতুড়ি , কাস্তে .
নেভানো প্রদীপ-এ নতুন সলতে ,
বাঁচবার মতো বাঁচতে।