বাচ্চাটাকে কোলে নিয়ে
কাঁদছে দেখো মা,
শিশুর অসুখ সারাবে যে
সেই তো আসছে না!
হাসপাতালটা অনেকটা দূর
পয়সা লাগে যেতে,
ইজ্জতটা বেচবেনা সে
চাইবেনা হাত পেতে।
চোখের জল শুকায় চোখে
বুঝতে চায়না কিছু,
মরদটার কাম জোটেনি
ঘুরছে নেতার পিছু।
জানতো যে মা একটি মানুষ
ছিল তো তার গ্রামে,
অসুখ হলে দিত ওষুধ
ভালবাসার খামে।
গরীব বাঁচাও মন্ত্র নাকি
জপতো সে দিনরাত,
খোঁজ পেয়ে তাই বজ্জাতেরা
বেঁধেছে তার হাত।
স্বেচ্ছাতে সে ত্যাগ করেছে
গাড়ী বাড়ীর সাধ,
এই ভারতে এটাই নাকি
ঘৃণ্য অপরাধ!
পড়ছে ঢলে কোলের শিশু
সবাইতো বলছেন,
আহা যদি থাকতো পাশে
সেই বিনায়ক সেন।