Related Posts Plugin for WordPress, Blogger...

Ashar Srabon (আষাঢ় শ্রাবণ) By Lata Mongeshkar Lyrics

Song Title : Ashar Srabon (আষাঢ় শ্রাবণ)
Artist : Lata Mongeshkar
Album/Film : Ki Likhi Tomay

Download : Ashar Srabon

                              Ki Likhi Tomay

আষাঢ় শ্রাবণ মানে না তো মন
ঝর ঝর ঝর ঝর ঝরেছে
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।।

আলোর তরীটিতে দিন চলে যায়,
আঁধারের মন জ্বলে তারায় তারায়।।

আমার এ মন কেন শুধু আকুলায়,
বরষন কোথা যেন হয়েছে
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
 

দিওনা কখনো পিছু দিওনা আমায়,
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়।।

চোখের জলেতে বেয়ে সুখ এলো তায়,
আজ মন মোহনায় মিশেছে
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks