তরুণদের ফেইসবুক ব্যবহারের ঝুকি বাড়ছে। সেসাথে বাড়ছে আসক্তি। তবে, ছেলেদের চেয়ে মেয়েরাই ফেইসবুকে বেশি আসক্ত। জানিয়েছে, বৃটিশ প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান।
নরওয়ের ইউনিভার্সিটি অব বার্জেন-এর ৪২৩ শিক্ষার্থীর ওপর সাম্প্রতিক গবেষণায় বিষয়টি প্রকাশ পায়। গবেষণায় ফেইসবুক ব্যবহারকারী শিক্ষার্থীদের আচরণের ওপর বিশেষ নজরদারি করা হয়। এতে শিক্ষার্থীদেরকে ছয়টি ভাগে ভাগ করা হয়। যারা খুব কম সময় ফেইসবুক ব্যবহার করেন, যারা মাঝেমধ্যে ব্যবহার করেন এবং যারা সবসময় লগইন থাকেন। এভাবে আলাদা ক্যাটেগরিতে শিক্ষার্থীদের মনস্ত্বাত্তিক আচরণ বিশ্লেষণ করা হয়। দেখা যায়, মেয়েদের আসক্তি ছেলেদের চেয়ে বেশি। বিজ্ঞানীরা আরো জানান, ফেইসবুক আসক্ত কিছু শিক্ষার্থীর আচরণ অনেকটা অ্যালকোহল আসক্ত বা মাদকসেবীদের মতো।
তারা বলেন, প্রাপ্তবয়স্কদের চেয়ে তরুণ-তরুণীদের ফেইসবুক আসক্তির মাত্রা বেশি; বিশেষ করে যারা অলস সময় পার করেন। তরুণ প্রজন্মেরমাঝে এ আসক্তির মাত্রা উদ্বেগজনক হারে বাড়ার প্রভাব পড়ছে তাদের আচরণে।এছাড়া, গবেষকরা জানান মেয়েরা ফেইসবুকে ছেলেদের চেয়ে বেশি আসক্ত।
যারা সামাজিক নিরাপত্তাহীনতা ও মানসিক চাপে ভোগেন তাদের ফেইসবুকের প্রতি নির্ভরশীলতা বেশি। সহজ যোগাযোগের মাধ্যম হিসেবে ফেইসবুক তাদের কাছে জনপ্রিয়।
মনস্তত্ববিদরা আরও জানান,যারা সময়ানুবর্তী ও কর্মব্যস্ত তাদের এ আসক্তির মাত্রা কম এবং এক্ষেত্রে তাদের ঝুঁকিও কম। যারা আত্মনিয়ন্ত্রণহীন ও খামখেয়ালিপনা করেন তাদের এ আসক্তির ঝুঁকি বেশি।
উল্লেখ্য, মার্কিনীদের বিয়ে বিচ্ছেদ বাড়ার কারণ হিসেবে দায়ী করা হচ্ছে ফেইসবুককে। দেখা গেছে, প্রতি তিনটি বিচ্ছেদের একটিতে সরাসরি ফেইসবুক জড়িত। see more
নরওয়ের ইউনিভার্সিটি অব বার্জেন-এর ৪২৩ শিক্ষার্থীর ওপর সাম্প্রতিক গবেষণায় বিষয়টি প্রকাশ পায়। গবেষণায় ফেইসবুক ব্যবহারকারী শিক্ষার্থীদের আচরণের ওপর বিশেষ নজরদারি করা হয়। এতে শিক্ষার্থীদেরকে ছয়টি ভাগে ভাগ করা হয়। যারা খুব কম সময় ফেইসবুক ব্যবহার করেন, যারা মাঝেমধ্যে ব্যবহার করেন এবং যারা সবসময় লগইন থাকেন। এভাবে আলাদা ক্যাটেগরিতে শিক্ষার্থীদের মনস্ত্বাত্তিক আচরণ বিশ্লেষণ করা হয়। দেখা যায়, মেয়েদের আসক্তি ছেলেদের চেয়ে বেশি। বিজ্ঞানীরা আরো জানান, ফেইসবুক আসক্ত কিছু শিক্ষার্থীর আচরণ অনেকটা অ্যালকোহল আসক্ত বা মাদকসেবীদের মতো।
তারা বলেন, প্রাপ্তবয়স্কদের চেয়ে তরুণ-তরুণীদের ফেইসবুক আসক্তির মাত্রা বেশি; বিশেষ করে যারা অলস সময় পার করেন। তরুণ প্রজন্মেরমাঝে এ আসক্তির মাত্রা উদ্বেগজনক হারে বাড়ার প্রভাব পড়ছে তাদের আচরণে।এছাড়া, গবেষকরা জানান মেয়েরা ফেইসবুকে ছেলেদের চেয়ে বেশি আসক্ত।
যারা সামাজিক নিরাপত্তাহীনতা ও মানসিক চাপে ভোগেন তাদের ফেইসবুকের প্রতি নির্ভরশীলতা বেশি। সহজ যোগাযোগের মাধ্যম হিসেবে ফেইসবুক তাদের কাছে জনপ্রিয়।
মনস্তত্ববিদরা আরও জানান,যারা সময়ানুবর্তী ও কর্মব্যস্ত তাদের এ আসক্তির মাত্রা কম এবং এক্ষেত্রে তাদের ঝুঁকিও কম। যারা আত্মনিয়ন্ত্রণহীন ও খামখেয়ালিপনা করেন তাদের এ আসক্তির ঝুঁকি বেশি।
উল্লেখ্য, মার্কিনীদের বিয়ে বিচ্ছেদ বাড়ার কারণ হিসেবে দায়ী করা হচ্ছে ফেইসবুককে। দেখা গেছে, প্রতি তিনটি বিচ্ছেদের একটিতে সরাসরি ফেইসবুক জড়িত। see more