তুমি কিভাবে এতো ভালভাসাতে পার ,
তা আমি জানিনা
তবে আমি তোমার
ভালাবাসাকে ভালবেসেছি।।
তুমি কিভাবে এতো কাছে আসতে পার ,
তা আমি জানিনা
তবে তোমার এ কাছে আসা কে আকড়ে ধরে
তোমার আরো কাছে এসেছি ।।
তোমার ভালবাসার কল্পনা রাজ্য
যেখানে শেষ হয় ,
আমার ভালোবাসার সম্রাজ্য
সেখানে শুরু হয় ।।
যেখানে তুমি নিজে রাণী হয়ে,
তোমার সুখের সাগরের রাজা
আমায় তুমি করেছ ।।
জানিনা সেই অধিকার আমার আছে কিনা ,
তবে শুধু এটুকুই জানি
তুমি শুধু আমাকেই ভালবেসেছ ।see more
তা আমি জানিনা
তবে আমি তোমার
ভালাবাসাকে ভালবেসেছি।।
তুমি কিভাবে এতো কাছে আসতে পার ,
তা আমি জানিনা
তবে তোমার এ কাছে আসা কে আকড়ে ধরে
তোমার আরো কাছে এসেছি ।।
তোমার ভালবাসার কল্পনা রাজ্য
যেখানে শেষ হয় ,
আমার ভালোবাসার সম্রাজ্য
সেখানে শুরু হয় ।।
যেখানে তুমি নিজে রাণী হয়ে,
তোমার সুখের সাগরের রাজা
আমায় তুমি করেছ ।।
জানিনা সেই অধিকার আমার আছে কিনা ,
তবে শুধু এটুকুই জানি
তুমি শুধু আমাকেই ভালবেসেছ ।see more