মানুষ, বড়ই আজব !!
ছোট থেকে খুব দ্রুত বড় হতে চায় !
বড় হবার পর আবার ছোট হতে চায় !
তারা তাদের ভাল স্বাস্থ্যকে নষ্ট করে টাকা পয়সা রোজগার করতে করতে !
আবার সেই টাকা পয়সা নষ্ট করে ভাল স্বাস্থ্য অর্জন করতে করতে !
ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতেবর্তমানকে ভুলে যায়
আর ভবিষ্যৎ-এ পৌছে গেলে বর্তমান (অর্থাৎ অতীত) কেভেবে ভেবে আফসোস করে !
এমন ভাবে জীবনযাপন করে,যেতারা কখন ও মরবে নাহ!
আর এমন ভাবে মারা যায় যে তারা কখন ও জীবনযাপন করেনি
মানুষ, বড়ই আজব !!see more
ছোট থেকে খুব দ্রুত বড় হতে চায় !
বড় হবার পর আবার ছোট হতে চায় !
তারা তাদের ভাল স্বাস্থ্যকে নষ্ট করে টাকা পয়সা রোজগার করতে করতে !
আবার সেই টাকা পয়সা নষ্ট করে ভাল স্বাস্থ্য অর্জন করতে করতে !
ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতেবর্তমানকে ভুলে যায়
আর ভবিষ্যৎ-এ পৌছে গেলে বর্তমান (অর্থাৎ অতীত) কেভেবে ভেবে আফসোস করে !
এমন ভাবে জীবনযাপন করে,যেতারা কখন ও মরবে নাহ!
আর এমন ভাবে মারা যায় যে তারা কখন ও জীবনযাপন করেনি
মানুষ, বড়ই আজব !!see more