সর্বগ্রাসী সত্ত্বা
স ম আজাদ
“All embracing being is one”
সর্বগ্রাসী সত্ত্বা হচ্ছে এক
সে হলো তুমি
আমার প্রতিটা নিউরনে
অস্তিত্বময় তুমি
মস্তিষ্কের প্রতিটি কোষে
তুমি ঝড় তোলো
বিদ্রোহে তুমি বিপ্লবে তুমি
শান্তিতে তুমি অশান্তিতে তুমি
আলোক আলোক বর্ষ দূর থেকে
মহাবিশ্বের ওপার থেকে
চেতনে অবচেতনে
আমায় নিয়ন্ত্রণ করছো।