পুরুষেরতুলনায় যৌন জীবনে মহিলাদেরঅসুখী হওয়ার হার অনেকবেশি। এমনকিনিজের ভালোবাসার পুরুষটির সঙ্গেও যৌন জীবননিয়ে খুশী নন অনেকমহিলাই। মুখেপ্রকাশ না করলেও মনেরমধ্যে ক্ষোভ নিয়ে জীবনযাপন করেন, মুখ ফুটেঅনেকে বলতে পারেন নাযৌন জীবনে নিজের অসুবিধারকথা। কিন্তুএরকম কেন? কেন অনেকনারী যৌন জীবনে অসুখীও অতৃপ্ত?
ভুল ধারণা এবং অজ্ঞতাযৌন জীবনে অসুখী রয়েযাওয়ার মূল কারণ।সঙ্গে পর্যাপ্ত যৌন শিক্ষার অভাব। যৌনতাযে কেবল সন্তান উৎপাদনেরমাধ্যম নয়। নারীএবং পুরুষ উভয়ের জন্যএকটি আনন্দের ব্যাপার। এইবিষয়টি সম্পর্কে আজও অজ্ঞ প্রচুরনারী। কীকরতে হবে কিংবা কীভাবেকরলে আরও আনন্দময় হয়েউঠবে যৌন মিলন।সেটা জানা নেই বলেতারা রয়ে যান অসুখীও অতৃপ্ত।
১. নিজেকে বুঝতে নাপারা
আসলে কী চাইছেন? তারশরীর কোন ডাকে কীভাবেসাড়া দিচ্ছে। কোনঅঙ্গগুলো যৌনতার ক্ষেত্রে স্পর্শকাতরকিংবা নিজের শরীরের চাহিদাগুলোকী কী ইত্যাদি বিষয়েঅজ্ঞতা এবং বুঝতে নাপারাও যৌন জীবনে অসুখীহবার একটি বড় কারণ।
২. কি চাই সেটাবলতে না পারা
নিজেরচাহিদাও জানেন, কিন্তু মুখফুটে বলতে পারছেন নানিজের ভালো লাগা নালাগার কথা। নারীদেরযৌন জীবনে অতৃপ্ত থাকারঅন্তরালে এটা একটি বিশেষকারণ। এমনকিতিনি যে যৌন জীবনেসুখী নন এটাও পুরুষসঙ্গীকে মুখ ফুটে বলতেপারেন না অনেক নারী।
৩. লজ্জা এবং সংকোচ
অনেক নারী মনে করেনযে মেয়েদের যৌনতার কথা বলতেনেই, কিংবা মেয়েদের যৌনতারবিষয়টি নিয়ে কথা বলাকিংবা যৌন চাহিদা প্রদর্শনকরার বিষয়টি খুবই লজ্জার।তাই মনের ইচ্ছা মনেচেপে রাখেন তারা।
৪. পুরুষ সঙ্গীর স্বার্থপরতা
বেশিরভাগ পুরুষ নিজের সঙ্গিনীরযৌন চাহিদা পূরণের ব্যাপারেমনযোগী নন। বরংনিজের চাহিদা মিটে গেলেতারা স্বার্থপরের মত আচরণ করতেশুরু করেন. এটা নারীদেরঅতৃপ্ত থাকার একটি বড়কারণ।
৫. শারীরিক এবং মানসিক সমস্যানিয়ে সংকোচ
যৌনতায়আগ্রহ নেই কিংবা যৌনতাঘিরে কোনো শারীরিক সমস্যাবোধ করছেন। এমনঅবস্থায় ডাক্তারের কাছে যান নাঅধিকাংশ নারী। ফলেসামান্য একটু চিকিৎসার অভাবেতাদের যৌন জীবন রয়েযায় বিভীষিকাময়।
৬. যৌনতা ঘিরে ভয়
অনেক নারীর মাঝে যৌনতাবিষয়ে নানান রকমের ভীতিকাজ করে. ফলে এইবিষয়টি সম্পর্কে তারা কখনও সহজমনোভাব পোষণ করতে পারেননা। চিরকালবিষয়টি নিয়ে আড়ষ্টতা রয়েযায়।