আমাদেরএই আধুনিক যুগে ইন্টারনেটেরপ্রভাবে বর্তমানে পর্নোগ্রাফি তরুণ-যুবকদের কাছেআগের তুলনায় অনেক সহজলভ্যহয়ে গেছে। আগেরমতো তা বিরল কোনোবিষয় নয়। আরতা তরুণদের মানসিকতাকে প্রভাবিত করছে ভয়ংকর ভাবে। একপ্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ।
গবেষণায়দেখা গেছে, অনেকে ১১বছর বয়স থেকেই পর্নোগ্রাফিতেঅভ্যস্ত হয়ে গেছে।ফলে পর্নোগ্রাফি সহজলভ্য হওয়ার আগে তরুণরাযেমন বিপরীত লিঙ্গের প্রতিআকর্ষণ বোধ করত এখনতার ধরন পরিবর্তিত হয়েছে। অনেকেইঅনলাইনে ছবি ও ভিডিওদেখে অভ্যস্ত হয়ে গেছে।এবং তাতেই আকর্ষণবোধ করে। ফলেবাস্তবে সত্যিকার নারীদের প্রতি আকর্ষণবোধ সেভাবেথাকে না।
গবেষকরাজানিয়েছেন, কম্পিউটার বা বিভিন্ন ডিভাইসেরএ ভিডিও কিংবা ছবিরমাধ্যমে যৌনতায় অভ্যস্ত হওয়ায়তা তাদের মস্তিষ্কে প্রভাববিস্তার করে। ফলেপ্রভাবিত হয় তাদের বাস্তবজীবনে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও। সাইকোথেরাপিস্টও যৌন শিক্ষা বিশেষজ্ঞপউলা হল বলেন, তিনিবেশ কিছু তরুণের দেখাপেয়েছেন, যারা অনলাইন থেকেইখুঁজে নিয়েছে যৌনতা।ফলে তাদের বয়স ২০থেকে ৩০-এর মধ্যেথাকলেও কখনো বাস্তব জীবনেযৌনতার অভিজ্ঞতা পায়নি। এমনকিতারা এটি করার উপায়ওজানে না।
পর্নোগ্রাফিতেআসক্ত এমন তরুণদের আসক্তিজীবনের শুরুতে হলেও জীবনেরপরবর্তী পর্যায়ে তাদের সম্পর্কের ক্ষেত্রেজটিলতা দেখা যায়।এতে যৌনজীবনে স্খলনজনিত জটিলতাসহ সম্পর্ক স্থাপনেও জটিলতা দেখা যায়বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
তাই এই বিষয়ে আমাদেরসকলেরই সতর্ক দৃষ্টি রাখাউচিত। এসববিষয় যাতে মাথায় নাঢুকে তার জন্য নিজেরকাজের প্রতি মনোযোগ, সৃজনশীলকাজে সময় ব্যয় করা, পড়াশোনা, খেলাধুলাসহ অন্যান্য সামাজিক কাজে অংশগ্রহণ করাযেতে পারে। বিশেষকরে অবিভাবকদের তাদের নিজ নিজকিশোর সন্তানদের ব্যাপারে সব সময় সতর্কথাকা উচিত। তাদেরসন্তানরা কোথায় যাচ্ছে, কাদেরসাথে মিশছে, পড়াশোনা ঠিকমতকরছে কিনা এ বিষয়গুলো নিয়মিত তদারকি করাউচিত।