আজ হঠাৎ করেই বেশ ভিজে গেলাম।
মন খারাপের বৃষ্টিতে।
বছর পয়লার বৃষ্টিতে।
এই বৃষ্টি আমার ভালোবাসার।
এই বৃষ্টি তার জন্যে আমার মন কেমন করার।
গতরাতে শোনা - 'মেঘ পিওনের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা।'
গুন গুন সুরের অনুরণন কানে-মনে-প্রাণে ।
না! আজ তো প্রথম বৃষ্টি হয়নি! আগেও তো হয়েছে বোধ হয়। মনে পড়ছে না। আমি আজ ভিজে গেলাম। এই বৃষ্টিতে সে ভিজলো না এই ভেবে আমার চোখ ভিজে গেল। ভেতর থেকে উঠে আসা