Related Posts Plugin for WordPress, Blogger...

হে আমার বিবর্ণ কবিতা, নূতন কিছু বিবর্ণতা ঢালো..


শূণ্যতা!
একেকসময় শূণ্য দশা প্রকাশে সাহায্য করে।
একেকসময় আবার সে বিবশতা,
আচ্ছন্নতা, ঘোর লেগে থাকা উপহার দেয়।

কিছু করা চলে না তখন। ভাবা - সেও তো
এক রকম 'করা'। একটা ক্রিয়া। তাও চলে না।

এখন  হয়ত শূণ্যতার ওই দ্বিতীয় দশা চলছে। ঠিক নিশ্চিত নই সেই ব্যাপারে।
এটা ওর মনে হওয়া।

ইতি।



ইতি! ইতি বলে কিছু হয় নাকি!

ইতি মানে তো শেষ! যতক্ষণ শ্বাস ততক্ষণ কিছুরই শেষ নেই যে...

কোনো ইতি নেই...

তাও বোধ হয় ইতি

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks