আমার বাড়ির পিছনের পুকুরটি
চুরি হয়ে গেছে । একটু একটু করে
হয়ত কিছুদিন ধরেই হচ্ছিল
আমারই চোখে পড়েনি, আজ
সকালবেলায় ঘুম থেকে উঠে
জানালা দিয়ে বাইরে তাকাতেই
চোখে পড়ল, পুকুরটা চুরি হয়ে গেছে ।
জানালার পাশেই, এই চারতলা বাড়িটির
সমান উচ্চতার ছিল একটি গাছ ।
নাম না জানা একটি গাছ। ছোট ছোট
মুশুর ডালের মত দানায় ভরে
গোটা গাছ, কিছুদিন পরেই তাতে
ফুটত হলুদে কমলায় মেশানো ফুল ।
এই ফুলগুলো যখন ফুটত তখন